পিরোজপুরের মঠবাড়িয়ায় তীব্র শীতে স্কুল ছুটির নির্দেশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শৈত্য প্রবাহের কারনে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এ নির্দেশ দেওয়া হয়। এদিন মঠবাড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ছুটির বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, আজকের মঠবাড়িয়া উপজেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রেনী কার্যক্রম বন্ধ থাকলেও জাতীয় পতাকা নির্দিষ্ট সময় পর্যন্ত টানিয়ে রাখতে বলা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, বৈরি আবহাওয়ার জন্য শুধুমাত্র আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে।তীব্র শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়।এতে শিক্ষার্থীরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। এজন্য দুপুর সাড়ে ১২টার দিকে ছুটি দেওয়ার স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন