পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্নীতির পক্ষে প্রত্যায়ন দিলেন প্যানেল চেয়ারম্যান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দধিভাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোঃ হারুন অর রশীদের এসএসসি সনদ নিজের নয় বলে অভিযোগ উঠেছে। এমনকি তার নাম হারুন অর রশীদ নয় বলেও এসএসসি পাশের সনদ থেকে প্রমান পাওয়া গেছে।ফারুক হোসেন থেকে তিনি হারুন অর রশীদ নাম ধারন করেছেন।

হারুন অর রশীদ ও ফারুক হোসেন আলাদা ব্যক্তি হলেও টিকিকাটা ইউনিয়ন পরিষদ থেকে হারুন অর রশীদ ও ফারুক হোসেন একই ব্যক্তি বলে মিথ্যার আশ্রয় নিয়ে প্যানেল চেয়ারম্যান জালাল খান একটি অসত্য প্রত্যায়নপত্র প্রদান করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, টিকিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দধিভাঙ্গা গ্রামের মোঃ আঃ খালেক ফরাজীর তিন পুত্রের মধ্যে হারুন অর রশীদ ১৯৮৬ সালে রামনা শের ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তার জন্ম তারিখ ১ মার্চ ১৯৭১।

অন্যদিকে ফারুক হোসেন হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি পাশ করেন। তার জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৭৫। এই দুই জন ব্যক্তিকে একই ব্যক্তি অর্থাৎ হারুন অর রশীদের ডাক নাম ফারুক হোসেন বলে ভুয়া প্রত্যায়ন দিয়েছেন ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) জালাল খান।

আর তাকে এ অনিয়মে সহযোগিতা করেছেন স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মঈন খান এবং ইউপি সদস্য এম নাজমুল শাকিব (শিপলু)।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি নোটিশ প্রদান করা হবে বলে জানিয়েছেন একটি সচেতন মহল।

এ ব্যাপারে টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মো. জালাল খান জানান,আমরা জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে হারুন অর রশীদ ও ফারুক হোসেনকে একই ব্যক্তি বলে প্রত্যয়ন পত্র দিয়েছি।সার্টিফিকেটে কোন অনিয়ম থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা খতিয়ে দেখতে পারে।