পিরোজপুরের মঠবাড়িয়ায় কালভার্টের নিচে শিশু নিখোঁজের ৩ দিন পর ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিরহাট এলাকায় কালভার্টের নিচে পড়ে ইব্রাহিম হাসান সিয়াম (১১) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ৩ দিন পর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় স্থানীয় আঃ জলিল নামে এক কৃষক খালে গোসল করতে নেমে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায়।এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। থানা পুলিশ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
সিয়াম পশ্চিম মিঠাখালী গ্রামের অটোরিকশা চালক মানিকের পুত্র এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
জানা গেছে, মঠবাড়িয়া – বড়মাছুয়া সড়কের কালিরহাট সংলগ্ন মাতবার বাড়ির সামনের নব নির্মিত কালভার্টের খালে দুই শিশু আজিম ও সিয়াম সাঁতার কাটতে যায়। একপর্যায়ে তারা দুইজনই স্রোতে ভেসে কালভার্টের নিচে চলে যাওয়ার সময় আজিম কুলে উঠতে সক্ষম হয়। কিন্তু সিয়ামের মাথার উপর কচুরিপানা বেধে যাওয়ায় কালভার্টের নিচে চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির ৩ দিন পর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়েছি। পরবর্তীতে বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিমও এ উদ্ধার অভিযানে সংযুক্ত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন