পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ধর্ষণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া এলাকায় জালাল খান নামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রাত ১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে এবং প্রবাসাীর স্ত্রী ও বিবাহিত মেয়েকে গণধর্ষণ করেছে। থানা পুলিশ খবর পেয়ে ওই রাতেই তাদের উদ্ধার করে চিকিৎসায় পাঠিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে বাড়িতে নিয়ে আসে।প্রতিদিনের মত রাতে কলাপসিবল গেটে তালা লাগিয়ে তারা ঘুমিয়ে পড়ে।রাত দেড়টার দিকে কৌশলে গেটের তালা খুলে ৭/৮ জন ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। এরপর তারা প্রবাসীর স্ত্রীর নিকট আলমিরার চাবি চাইলে প্রথমে তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ঘরে থাকে ৪ বছরের ছোট একটি শিশুর গলায় রামদা ধরলে ডাকাতের কাছে চাবি দিয়ে দেয়।এরপর আলমিরা ও ট্র্যাংক খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় তারা।ডাকাতি চলাকালীন সময়ে ঘরে থাকা ২ নারী মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করায় তাদেরকে গণধর্ষণ করা হয়।লোক লজ্জার ভয়ে ওই ২ নারী মুখ না খুললেও রক্তক্ষরণ অবস্থা দেখে দ্রুত তাদেরকে উন্নত চিকিৎসায় পাঠানো হয়েছে। প্রবাসীর বাড়ি সাপলেজা-বাবুবাজার এলজিইডি সড়কের পাশে থাকলেও ফাঁকা জায়গায় থাকায় ডাকাতির সময় পুলিশ ছাড়া তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এগিয়ে আসতে পারেনি।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন চোর ও ডাকাত গ্রেপ্তার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন