পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের ওপর হামলা : ৫ জন কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের কৃষক মোশারেফ সরদারের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা ১৯ ও ২০ মার্চ বিজ্ঞ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক মোহা.আতিকুজ্জামান ৫ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।৪ জনের জামিন মঞ্জুর করেন।

জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশারেফ সরদার ও শাজাহান সরদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন শাজাহান সরদার লোকজন নিয়ে মোশারেফ সরদারের ওপর হামলা চালায়। এতে তার পা ও মাথায় গুরুতর জখম হয়। গত ৫ মার্চের এ ঘটনায় মোশারেফ সরদারের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।৯ জন এজাহারভুক্ত আসামির মধ্যে গত ১৯ মার্চ ৫ নং আসামি মো. রুম্মান হাওলাদারকে এবং ২০ মার্চ ১ থেকে ৩ নং আসামি মো. শাজাহান সরদার, মো.শফিকুল সরদার ও মো. রফিকুল সরদারকে কারাগারে পাঠানো হয়েছে। ৪ নং আসামি মো. শহিদ সরদারকে কিশোর আদালতে প্রেরন করা হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন জানান, মোশারেফ সরদারের ট্রাক্টর আছে।আবার শাজাহান সরদারেরও ট্রাক্টর আছে।তারা দুই জনেই এলাকার বিভিন্ন কৃষকের জমি চাষ করে। কিন্তু আধিপত্য বিস্তার করে বেশি জমি চাষ করার প্রতিযোগিতা থেকেই এ ঘটনার সৃষ্টি হয়।