পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি; পরীক্ষার্থীকে ২ লক্ষ টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল (কেএম) লতীফ ইন্সটিটিউশন কেন্দ্রে এসএসসি (উম্মুক্ত) পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ইয়াসিন নামে এক ছাত্রকে আটক করা হয়েছে। এরপর আটককৃত ওই ছাত্রের মাধ্যমে আসল পরীক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন রনিকেও আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদেরকে ২ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
শনিবার (১২ এপ্রিল) তাদেরকে এ শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম।
আটককৃত মোঃ ইয়াসিন ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের বারেক খানের পুত্র এবং মোঃ সাদ্দাম হোসেন রনি ওই একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে পরীক্ষা কেন্দ্রটিতে যান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম। কেন্দ্র পরিদর্শনের সময় প্রক্সি দিতে আসা ইয়াসিন সন্দেহজনক আচরন করে। এরপর আইডি কার্ডের সাথে তার ছবির মিল না পাওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক হওয়ার পর থেকেই ওই দুই ছাত্র থানা হেফাজতে ছিল। ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন