পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দু*র্ঘ*ট*নায় ২ নারী নি*হ*ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা – মঠবাড়িয়া সড়কের দক্ষিণ সোনাখালী এলাকায় পিক-আপের ধাক্কায় অটোচালক ও যাত্রী সহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
নিহত মাকসুদা বেগম (৪০) সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী আলমগীর হাওলাদারের স্ত্রী এবং নিহত রহিমা বেগম (৯০) ওই একই গ্রামের মৃত কাসেম হাওলাদারের স্ত্রী এবং নিহত মাকসুদা বেগমের৷ শ্বাশুড়ি।
আহতদের মধ্যে অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহত মাকসুদা বেগমের স্বামী ফল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫০) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দুপুরের দিকে বৃদ্ধ রহিমা বেগমকে চিকিৎসার জন্য অটোগাড়িতে করে মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।অটোগাড়িটি দক্ষিণ সোনাখালী এলাকায় পৌছালে অটোচালক একটি গর্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গড়ি অটোগাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘুর্ণিঝড় রেমালে এলজিইডি সড়কটির এখানে একটি গাছ উপড়ে পড়ে এ খাদের সৃষ্টি হয়েছিল।যদিও এখন পর্যন্ত এটি মেরামত করা হয় নি।
খবর পেয়ে থানা পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে এবং পিকআপ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে সাথে চালক ও হেল্পার পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন জানান, নিহত রহিমা বেগম আমার মা।আমার ভাই’র স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।আর আমার মা বরিশাল মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।আমার ভাই আলমগীর হোসেন বরিশাল মেডিকেলে ভর্তি আছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন