পিরোজপুরের মঠবাড়িয়ার আন্ধারমানিকে কলার ছড়ি প্রতীকের পথসভা অনুষ্ঠিত

পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় আন্ধারমানিক ঈদগাহ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশরাফুর রহমান।এদিন সন্ধ্যা ৬টায় হারজি বাজারে আরেকটি পথসভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাউদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান খান।

আন্ধারমানিক ও বড় হারজি বাজরে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, কলার ছড়ি প্রতীকের প্রার্থী শামীম শাহনেওয়াজ, দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত,হারুন অর রশীদ খান, ইউপি সদস্য (সংরক্ষিত) মারুফা আক্তার,ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ।

সভা সঞ্চালন করেন সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ ও মশিউর রহমান মর্তুজা।