পিরোজপুরের মঠবাড়িয়ার বড় শৌলা প্রাথমিক বিদ্যালয়ে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি

পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলায় বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩০ নং বড় শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ২০১৯ সালে আবেদন করেও আজ পর্যন্ত কোন সুফল মেলেনি বলে এমন অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের আশপাশের বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও শুধুমাত্র বিদ্যালয়টিই রয়েছে বিদ্যুৎবিহীন অবস্থায়। বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি উপজেলা শিক্ষা অফিসও। দায়সারাভাবে ভিজিট করেই দায়িত্ব পালন করেন তারা। বিদ্যুৎবিহীন এ বিদ্যালয়টির ল্যাপটপ আলমারিতে তালাবদ্ধ। মাল্টিমিডিয়া ক্লাস কি – তা জানেনা শিক্ষার্থীরা। গরমের দিনে ঘোরে না বৈদ্যুতিক পাখা।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য কালাম মীর জানান,বিদ্যালয়টি অবহেলিত থাকায় দিন দিন ছাত্র ছাত্রী কমে যাচ্ছে। পঞ্চম শ্রেনীতে কোনদিন একজনও আসে না আবার মাঝে মাঝে দুই একজন আসে। ৪র্থ শ্রেনীতে দুই তিন জন আর ৩য় শ্রেনীতে ছয় সাত জন শিক্ষার্থী নিয়মিত আসে।

বিদ্যালয়টির সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা নাসের জানান,বিদ্যালয়টির প্রধান সমস্যা রাস্তা ঘাট ও বিদ্যুৎ সংযোগ না থাকা। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে লিখিতভাবে আবেদন করেও কোন লাভ হয়নি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম হায়দার জানান, আগামী রবিবার থেকেই বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে ওই বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।

পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু জানান, বৈদ্যুতিক খুঁটি না থাকায় বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।