পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে ঘর তুলতে বাধার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিরুখালী নাপিতখালী মৌজার ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মুন্সীকে ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এ অভিযোগ নিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেন।অতঃপর সেই জমিতে আদালতের স্থিতাবস্থার আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, ১০১/২০১৯ নং মামলার বাদী ওয়াহেদাবাদ গ্রামের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মুন্সী বিরোধীয় জমিতে বিল্ডিং ঘর নির্মানের পায়তারা চালায়। বিষয়টি টের পেয়ে মামলার ৫ নং বিবাদী শুভ বেপারী ২৩ জুন আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।এদিকে মোয়াজ্জেম মুন্সী ২৮ জুন শুভ বেপারীর বিরুদ্ধে ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
৩০ জুন বিজ্ঞ এ্যাডভোকেট কমিশনার সাহেব সরেজমিনে পরিদর্শন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়,দেওয়ানী মোকদ্দমা ১০১/২০১৯ এর বিবাদী রমনী বেপারীর পুত্র শুভ বেপারীর দাবির সত্যতা প্রতিয়মান হয় যে,বাদী পক্ষ ইউপি সদস্য মোয়াজ্জেম মুন্সী শোকজ নোটিশ অমান্য করিয়া অতি দ্রুততার সাথে বিল্ডিংয়ের কাজ শুরু করিয়া ৪ ফুট পর্যন্ত গাথুনি দিয়েছে।
এ প্রতিবেদন অবগত হয়ে মঠবাড়িয়া সহকারি জজ আদালত পিরোজপুর ৬ জুলাই নালিশী জমিতে কঠোর স্থিতাবস্থার আদেশ দেন।যাহার খতিয়ান নং- ৩২৬ দাগ নং-১২২৮ জমির পরিমান ১০ শতাংশ।
এ ব্যাপারে মোয়াজ্জেম মুন্সীকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
ভুক্তভোগী শুভ বেপারী জানান, অস্থায়ী নিষেধাজ্ঞা আমি মেনে নিয়েছি। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমরা তা মেনে নেব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন