পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা, ৭০০ পিস গাঁজাসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলো-দাউদখালী এলাকার মৃত ফজলে আলী খানের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৩০) এবং কাঁকড়াবুনিয়া এলাকার রেজাউল মৃধার পুত্র মোঃ মামুন মৃধা।তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

মঠবাড়িয়া থানার ওসি জানান,কুমিরমারা এলাকায় মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক)/১৯(ক)/৩৮/৪১ ধারার মামলায় ৪ জনকে অভিযুক্ত করে গ্রেপ্তারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে।