পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী বেলাল বহিষ্কার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১ম শ্রেনীর পৌরসভায় চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী বেলালকে (চায়না বেলাল) বহিষ্কার করা হয়েছে।
নো ওয়ার্ক নো পে সার্ভিসে ২ বছর ধরে কর্মরত এ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। নতুন পৌর প্রশাসক নিযুক্ত হওয়ার পর পৌরসভার স্বার্থে বেলালসহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বেলাল সাপলেজা ইউনিয়নের খেঁতাছিড়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে পৌরসভার সচিব মোঃ হারুন অর রশীদ জানান,কাজে অবহেলার দায়ে এবং যে কাজ দেওয়া হয়েছে তাতে কোন আউটপুট না থাকায় তাদেরকে ২০ ডিসেম্বর বহিষ্কার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন