পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবক খুন, আটক-৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/FB_IMG_16770552942545609-540x450.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া এলাকায় আমিনুল ইসলাম (৩৮) নামে এক যুবক খুন হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া থানা পুলিশ এ ঘটনাটি নিশ্চিত করেছে।
হত্যাকান্ডের শিকার আমিনুল ইসলাম দাউদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চালিতাবুনিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।
জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার সামনে রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন আমিনুল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন