পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল খোলার প্রথম দিনই অনুপস্থিত প্রধান শিক্ষক

পিরোজপুরের মঠবাড়িয়ায় দশদিন বন্ধ থাকার পর ১০ অক্টোবর স্কুল খোলার প্রথম দিনেই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কানিজ ফাতিমা।

বিনা অনুমতিতেই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। কানিজ ফাতিমা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৩ নং ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ বছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করার খবর পেয়ে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। প্রধান শিক্ষক নিজেই অনুপস্থিত। এর সাথে অনুপস্থিত রয়েছে মারিয়া রহমান নামে একজন সহকারি শিক্ষকও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতিমা জানান,আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। অফিসিয়াল কাজে ২ টার পরে চলে এসেছি। আরেকজন সহকারি শিক্ষকের বাচ্চা অসুস্থ থাকায় ছুটির আগেই স্কুল ত্যাগ করেছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, প্রধান শিক্ষক কানিজ ফাতিমা অফিস থেকে কোন ছুটি নেয়নি।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।