পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নং দক্ষিণ শাঁখারিকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার।৪৩ তম বিসিএসে সরকারী কলেজের লেকচারার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
বিসিএস জয় করা রোকনুজ্জামান তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাঁখাড়িকাঠি গ্রামের মোঃ মোশারেফ হোসাইনের ছেলে। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি হয় রোকনুজ্জামানের।
২০২০ সালে দক্ষিণ শাঁখারিকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে ৪৩ তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন রোকনুজ্জামান। চুড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
রোকনুজ্জামান জানান, আমার ইচ্ছা ছিল পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া। এখানে আসার জন্য পুনরায় চেষ্টা করবো।তবে যেখানে সুপারিশ হয়েছে সেখানে সততার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন