পিরোজপুরে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক জামাল হোসেন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছে খাস মহল লতীফ ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক (গনিত) মোঃ জামাল হোসেন।
তিনি লক্ষণা গ্রামের মরহুম আব্দুল বারেক হাওলাদারের পুত্র।
১৯৯৫ সালে তিনি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় প্রথম যোগ দেন। এরপর ২০০৩ সালে কে এম লতীফ ইন্সটিটিউশনে শিক্ষকতা করার সুযোগ পান।
শিক্ষা জীবনে তিনি গুলিশাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাস করেন।
এরপর খুলনা বিএল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি ও স্নাতক ডিগ্রী অর্জন করেন। পেশাগত দক্ষতার জন্য তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন সহ বিএড ও এমএড কোর্স সম্পন্ন করেন।
পারিবারিক জীবনে দুই কন্যা সন্তান রয়েছে তার। বড় মেয়ে আফিয়া জাহান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এবং ছোট মেয়ে আফসানা জেবিন তুবা মঠবাড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত।
তার এ সাফল্যের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের নিকট তিনি কৃতজ্ঞ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন