পিরোজপুর জেলার ইন্দুরকানিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সমৃদ্ধি কর্মসূচির অর্থায়নে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আওতায় উদ্দীপন এনজিওর বাস্তবায়নে এক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উদ্দীপন লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট বন্দরে এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় শিশু, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ দুই শত ত্রিশ জন মানুষ সেবা পেয়েছে।

স্বাস্থ্য ক্যাম্পে হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং ওজন পরিমাপসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র প্রদান করা হয়।

মাত্র ১০ টাকার বিনিময়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান করেন ডা: মোঃ আমিন-উল- ইসলাম, এমবিবিএস. বিসিএস (স্বাস্থ্য) এপসিপিএস. মেডিসিন (পার্ট-২), (বিএসএমএমইউ) সিসিডি (বারডেম) ঢাকা ও ডা: এ,কে,এম আসিফ আহমেদ এমবিবিএস. বিসিএস (স্বাস্থ্য) মেডিকেল অফিসার, জেলা হাসপাতাল, পিরোজপুর।

উল্লেখ্য পাড়েরহাট ইউনিয়নে প্রতি অর্থবছর বিশেষ চক্ষু ক্যাম্পসহ মোট পাঁচটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে উদ্দীপন এনজিওর পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে, লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাটের শাখা ব্যবস্থাপক বিশ্ব অধিকারী, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার আল-মামুন মল্লিক, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা সাহিদা পারভীন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা এ,কে,আহম্মেদ ইফতেখার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এমআইএস কর্মকর্তা আব্দুল্লাহ-আল রাকিব, সুপারভাইজার (শিক্ষা) আশিষ কুমার শিকদারসহ স্বাস্থ্য পরিদর্শকগণ।