পিরোজপুর জেলার ইন্দুরকানিতে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ও ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাড়েরহাট ও শংকরপাশা ইউনিয়নের সাধারন মানুষ। একই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইয়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর পাড়েরহাট কেন্দ্রীয় জামে সমজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাড়েরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মধ্যবাজার এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মুসুল্লিরা অংশ গ্রহন করেন।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব প্রদান করেন পাড়েরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা নুরুল্লাহ দা:বা: ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সমাবেশে বক্তারা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ভূমি দখল করে গড়ে ওঠা রাষ্ট্রটির কোন বৈধতা নেই। বিশ্বের বেশিরভাগ দেশই একে স্বাধীণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। গাজা উপত্যকায় যে নির্বিচারে বিমান হামলা ও ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল তা অতীতের সকল নৃশংসতার রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনের কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এ দখলদাররা। সাম্রাজ্যবাদী আমেরিকার সমর্থনের কারনেই হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।আমাদের এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হবে।

ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছেন মাননীয় প্রধান্ত্রী শেখ হাসিনা। শনিবার আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।