পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহকারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক মহিউদ্দিন মহারাজ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা চেয়ারম্যান পদ থেকে তার আবেদন প্রত্যাহার করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটায় মহিউদ্দিন মহারাজ সরাসরি রিটার্নিং কর্মকর্তার অফিসে এসে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন।

এ বিষয়ে মহিউদ্দিন মহারাজ জানান,আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

উল্লেখ্য,১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে বাছাইয়ের সময় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হিসেবে সালমা রহমান হ্যাপী,মহিউদ্দিন মহারাজ, হাসিনা মনি এবং আব্দুল্লাহ আল মাসুদের নাম ঘোষণা দেওয়া হয়েছিল।