পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা


পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে মো.মনিরুজ্জামান মনিকে আহবায়ক এবং তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাদিম শেখ।
৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানি এবং সাধারন সম্পাদক রাজীব আহসান এই কমিটি ঘোষনা করেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন