পুতিনকে প্রথম আঘাত, গ্যাস পাইপলাইন বন্ধ ঘোষণা করল জার্মানি
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ এর অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় জার্মান সরকার এই সিদ্ধান্ত নিল।
জার্মান চ্যান্সেলরের ঘোষণার অর্থ— ইউরোপে গ্যাস রপ্তানিতে রাশিয়া যে পাইপলাইন বসিয়েছে, সেই নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু হবে না।
মঙ্গলবার বালির্নে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে আলোচনার একপর্যায়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার তৈরি এবং রাশিয়া থেকে আসা গ্যাসলাইন নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ ঘোষণা করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, এই নর্ড স্ট্রিমের কারণে জ্বালানির জন্য রাশিয়ার ওপর ইউরোপীয়ানদের নির্ভরতা বেড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটা বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ইউক্রেনের সর্বশেষ ঘটনা পরিমাপের সঙ্গে আমাদেরকে নর্ড স্টিম-২ মূল্যায়ন করতে হবে। টেকনোক্র্যাটিক মনে হলেও নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ করা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। প্রক্রিয়া অনুমোদন বা স্বীকৃতি দেওয়ার পূর্বে এই পাইপলাইন চালু হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন