পুরস্কার জিতল সেই ছবিটি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/elephant-20171108124011.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শরীরে আগুন নিয়ে একদল মানুষের হাত থেকে পালিয়ে বাঁচতে চাওয়া দুটি হাতির সেই ছবিটি একটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে।
বিপ্লব হাজরার তোলা ছবিটিতে দুটি হাতিকে পালাতে দেখা যায়, যার একটি শাবক ও আরেকটি প্রাপ্তবয়স্ক।
পুরস্কার ঘোষণার কথা জানিয়ে স্যানচুয়েরি ম্যাগাজিন বলছে, এ ধরনের ঘটনা নিয়মিতই হচ্ছে।
ছবিটি তোলা হয়েছে পশ্চিমবঙ্গের বাকুরা জেলা থেকে; যেখানে হাতির সঙ্গে মানুষের লড়াই একটি নিয়মিত ঘটনা। এ জেলা প্রায়ই খবরের শিরোনামে পরিণত হয়- হাতির হামলায় মানুষের মৃত্যুর কারণে।
শেষ পর্যন্ত হাতি দু’টির ভাগ্যে কী ঘটেছে তা স্পষ্ট নয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন