পুরো গ্রামকেই আর্ট গ্যালারি বানিয়ে ফেলেছেন এই বৃদ্ধা!
মানুষ পারে না এমন কাজ পৃথিবীতে খুব কমই আছে। তবে এর জন্য প্রয়োজন হয় ইচ্ছা, ধৈর্য্য ও মানসিকতা।
আর এমনই একটি কাজ করে দেখালেন এই ৯০ বছরের অ্যানেজকা (অ্যাগনেস) কাসপারকোভা।
এক সময় চেক রিপাবলিকের লৌকা গ্রামে কৃষির কাজে সাহায্য করতেন তিনি। তবে কৃষিকাজের পাশাপাশি বরাবরই তার ঝোঁক ছিল ছবি আঁকার মতো শিল্পচর্চায়। এক্ষেত্রে, ফ্লোরাল প্যাটার্নের ছবিতেই তিনি বিশেষ আগ্রহী ছিলেন। দিনরাত পরিশ্রম করেই গ্রামের বিভিন্ন বাড়ির দেয়াল থেকে জানলা-দরজা সব জায়গাতেই ফুলের নকশা তৈরি করছেন অ্যানেজকা।
তবে এখন সময় বদলে গেছে। এখন জগৎ জোড়া খ্যাতি তার। কিন্তু তাতে বিন্দুমাত্র ভাবিত নন অ্যাগনেস। চেক মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাগনেস বলছেন, ‘আমি কেবলই একজন আর্টিস্ট। এই কাজ আমাকে আনন্দ দেয়। আমার গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে চাই’।
এই বয়সেও দিনরাত এক করে ছবি এঁকে চলেছেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন