পুরো পরিবারকে বাঁচিয়ে নায়ক বনে গেল পোষা কুকুর!
ভারতের কেরালায় ভয়াবহ বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত প্রায় ৩৯ জনের প্রাণহানি হয়েছে। এতে ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। এই দুর্যোগের মধ্যে পুরো একটি পরিবারকে বাঁচিয়ে নায়ক বনে গেছে পরিবারটি পোষা কুকুর।
গত সোমবার (১৩ আগস্ট) বন্যা এবং ভূমিধসের কারণে ওই পরিবারের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও কুকুরটির তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। খবর ডেইলিমেইল, জিও টিভি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে ডেইলিমেইল জানিয়েছে, কেরালার পাহাড়ি জেলা ইদুক্কির বাসিন্দা ওই পরিবারের সদস্যরা রাতে ঘুমোচ্ছিলেন। রাত ৩টার দিকে বাড়ির পোষা কুকুরটি বাড়ির উঠানে দৌড়াদৌড়ি এবং ডাকাডাকি শুরু করে।
বাড়ির মালিক মোহন পি. বলেন, ‘(কুকুরের ডাক শুনে) আমরা বুঝতে পারি খারাপ কিছু ঘটেছে। আমি তাড়াহুড়ো করে বাইরে আসি। এরপর দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাই।’
পরিবারের লোকজন বের হওয়ার সঙ্গে সঙ্গে পাশের পাহাড়ের ভূমিধসে ধ্বংস হয়ে যায় বাড়িটি।
বর্তমানে কুকুরটিকে নিয়ে গৃহহারা ওই পরিবার নিকটবর্তী একটি সরকারি রিলিফ ক্যাম্পে আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন