পুলিশের চেকপোস্ট কার্যক্রম জোরদার, নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় নওগাঁর মান্দা থানা পুলিশ

নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে মান্দা থানা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর নির্দেশে মান্দা উপজেলার প্রবেশদ্বার, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ কার্যক্রম চালানো হচ্ছে।

চেকপোস্টগুলোতে নিয়মিত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন থানা পুলিশের নিয়োজিত সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ দ্রব্য পরিবহন রোধ, অপরাধী চক্রের গতিবিধি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম চলছে।

চেকপোস্ট বিষয় নিয়ে জানাতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “মান্দাবাসীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই থানা পুলিশের পক্ষ থেকে জেলার নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, “আজ রবিবার বিকাল ৫টা থেকে উপজেলার ফেরিঘাট, দেলুয়াবাড়ি ও সাবাইহাট- এই তিনটি প্রধান প্রবেশপথে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো যাতে কোনো অপরাধী কিংবা অবৈধ দ্রব্য বহনকারী ব্যক্তি উপজেলার ভেতরে প্রবেশ করতে না পারে।”

ওসি মনসুর রহমান জানান,“চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে—সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে, যেন কোনো অকারণ ভোগান্তি না হয়। তবে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে পুলিশকে সহযোগিতা করার।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। মান্দার একাধিক সচেতন নাগরিক জানান,“আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নিয়মিত তল্লাশি থাকলে মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে যাবে বলে আমরা আশাবাদী।”