পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্স উন্মুক্ত হলরুমে পুলিশ সুপার মো. কামাল হোসেন-এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন ইবনে মিজান, মো. হাবিবুল্লাহ, পুলিশ সুপার ইন্টেলিজেন্ট রেঞ্জ ডিআইজি অফিস, অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মো. ইলিয়াস জিকু, সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা প্রমুখ।
এসময় ডিআইজি কার্যালয়সহ বিভিন্ন থানা অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুুলিশ পরিবারের উপার্জনকারি ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন ৪২ বীর পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার। এরআগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন