পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি : ডিএমপি কমিশনার
পুলিশের কোন সদস্য আইন বহির্ভূত কাজ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে; তবে শতভাগ সফল হওয়া যায়নি। বিদায়ী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তার নানা অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার চার বছর সাত মাস দায়িত্বকালীন সময়ে ডিএমপির গল্পটা সফলতায় ভরা। এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো মানুষকে আইন মানার সংস্কৃতিতে অভ্যস্ত করা।
আছাদুজ্জামান মিয়া বলেন, এ ক্ষেত্রে পুলিশ এককভাবে সফল হতে পারতো না, যদি না জনগণ মনোভাবে পরিবর্তন আনতো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন