পূজায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
দুর্গাপূজায় সারা দেশে ৩ হাজার ৭৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘দুর্গাপূজায় রাজধানীতে ২৩১টি পূজামণ্ডপসহ দেশের ৩ হাজার ৭৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে পূজা কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পূজায় পুলিশ র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে ১ লাখ ৬৮ হাজার আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিমা বিসর্জনের কাজ বিকেল ৩টায় শুরু করে আর রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।’
বৈঠকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বততন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন