পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ বেহুন্দি জালসহ আটক ১৮ জেলে, নৌকা ও জালসহ একটি ট্রলার জব্দ

পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় মঙ্গলবার ভোরে বনরক্ষীদের হাতে আটক হয়েছেন ১৮ জেলে। জব্দকরা হয়েছে ৮টি নৌকা ও একটি ট্রলার। আটক জেলেদের মঙ্গলবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম লিডার ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে বনের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদির খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছধরারত অবস্থায় ১৮ জেলেকে আটক করেন।

এ সময় জেলেদের ৮টি নৌকা ও একটি ট্রলারসহ বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছেন, জামাল হাং, নাসির হাং, আক্কাস, জাকির ব্যাপারী, আলম,আইয়ুব আলী, মতিউর রহমান, মিটু বাওয়ালী, জুয়েল বাওয়ালী, মিজানুর, খোকনহাং, বাবুল হাং, জুয়েল হাং, হক ইসলাম, শাকিব।

শহীদুল ইসলাম, আজিজুল হাং ও কুদ্দুস হাং। এদের বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, নিষিদ্ধ বেহুন্দি জালসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার বিকেলে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।