পৃথিবীর বিভিন্ন দেশের নানা কুসংস্কার
পৃথিবীর আদিলগ্ন থেকেই চলে আসছে কুসংস্কার বা অন্ধবিশ্বাস। এক একজনের কাছে এক একরকম।
সাধারণত অপবিজ্ঞানের আর এক নামই কুসংস্কার। এর দ্বারা মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা যায়। সমাজের নানা স্তরের মানুষের মধ্যে নানা ধরনের সংস্কার রয়েছে। এর কোনটি ভালো বা কোনটি মন্দ তা একধরনের আপেক্ষিক বিষয়। কোনো ধারণা একজনের কাছে ভালো হলেও অপরজনের কাছে মন্দ হতে পারে। আবার উল্টোটাও হতে পারে।
দেশ-জাতি-ধর্ম নির্বিশেষে বিশ্বজুড়ে হাজারও কুসংস্কার রয়েছে। চলুন এমনই কিছু কুসংস্কার সম্পর্কে জেনে নেই।
১. লেটুস পাতা খাওয়া
লেটুস পাতা খাওয়া অত্যন্ত উপকারী।
তবে ১৯ শতকে ইংরেজ পুরুষেরা সন্তানের জন্ম দিতে ইচ্ছুক থাকলে লেটুস পাতা খাওয়া এড়িয়ে চলতেন। এতে নাকি সন্তান ধারণে অসুবিধা হতো।
২. পাখির মল ভালো
রাশিয়াতে উড়তে থাকা পাখির মল গায়ে-মাথায় এসে পড়াকে শুভ বলে ধরা হয়। এতে নাকি ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
৩. রাতে চুয়িংগাম চেবানো
রাতে চুয়িংগাম চেবানো মানে নাকি মরা মানুষের মাংস চেবানো! দীর্ঘদিন ধরে এমনই কুসংস্কার চলে আসছে তুরস্কে।
৪. বিয়ের সময়ে মুখ ঢাকা
রোমান ইতিহাস অনুযায়ী বিয়ের সময়ে কনের মুখ ঢাকা থাকা আবশ্যক। এর ফলে সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ মুখ ঢাকা থাকায় কনেকে চেনা যাবে না।
৫. মধ্যরাতে আঙুর খাওয়া
স্পেনে নববর্ষের সময়ে পরিচিতরা একে অপরকে শুভেচ্ছা জানান না। এর বদলে তারা ১২টি করে আঙুর খান। মনে করা হয়, এতে নাকি ১২ মাসই ভালো কাটবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন