পেইন্ট সুবিধা সরিয়ে নিবে মাইক্রোসফট
উইন্ডোজ ১০ থেকে মাইক্রোসফট গ্রাফিক্স প্রোগ্রাম ‘পেইন্ট’ সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এটির আর কোনো হালনাগাদ হবে না বলে জানিয়েছে তারা।
১৯৮৫ সালে উন্মুক্ত হওয়ার পর থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেইন্ট প্রোগ্রামটি অনেকটা কমন হয়ে যায়। আর এটি সাধারণ বিশেষ করে একেবারেই শুরুর দিকের গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই সহায়ক, সহজ একটি প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তবে পেইন্ট সাকসেসর, পেইন্ট থ্রিডি এখনো সহজলভ্যই থাকছে। উইন্ডোজ ১০ থেকে যেসব প্রোগ্রাম ধীরে ধীরে বাদ দেওয়া হবে তার যে তালিকা তৈরি করা হয়েছে সেটিতে পেইন্ট প্রোগ্রামটি রয়েছে। ওই তালিকায় আরও যেসব প্রোগ্রামের নাম রয়েছে সেগুলোও উইন্ডোজ ফল ক্রিয়েটরস আপডেট পাবে না।
মাইক্রোসফট বলছে, যে ফিচারগুলোর তালিকা করা হয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হবে অথবা সেগুলোর আর কোনো হালনাগাদ সংস্করণ আনা হবে না। এছাড়া এমন ‘প্রাণ’ যায় যায় অবস্থার মুখোমুখি রয়েছে আউটলুক এক্সপ্রেস ইমেলই ক্লায়েন্ট, যেটি বিল্টইন মেইল অ্যাপের সঙ্গে রিপ্লেস করা হবে। মাইক্রোসফট রিডার অ্যাপ যেটির বদলে আসতে পারে মাইক্রোসফট এজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন