পোপকে মুসলিম নেতা মনে করেন রোহিঙ্গারা!

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার বিকালে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশে আশ্রিত একদল রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ শুক্রবার। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলা নিষ্ঠুরতার বর্ণনা তাদের কাছ থেকে সরাসরি শোনবেন পোপ।

তবে যে রোহিঙ্গাদের ঘিরে পোপের সফর নিয়ে এত আগ্রহ তৈরি হয়েছে, সেই পোপ কেই চেনে না রোহিঙ্গারা!

এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সংবাদ সংস্থা এএফপি। সংস্থাটির পক্ষ থেকে মিয়ানমার সীমান্তসংলগ্ন বাংলাদেশি শরণার্থী ক্যাম্পগুলোতে পোপের কথা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এই খ্রিস্টান ধর্মগুরুর কথা উল্লেখ করতেই কারও মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে, কেউ ভ্রূ চমকাচ্ছে।

এএফপি জানিয়েছে, পোপের একটি ছবি দেখিয়ে রোহিঙ্গাদের কাছে জানতে চাওয়া হয়- ছবির এই ব্যক্তি কে। জবাবে রোহিঙ্গাদের অনেকেই অনুমান করে বলেন, ছবির এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ব্যক্তি (সেলিব্রেটি) বা ধনাঢ্যশালী রাজা। কারও মতে, পোপ আসলে বাংলাদেশের একজন রাজনীতিক।

আবার পোপের মাথায় টুপি দেখে অনেকেই ধারণা করছেন, তিনি কোনো মুসলিম নেতা হতে পারেন।