পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশকে ধর্মীয় ঐক্যের দেশ আখ্যায়িত করে পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেছেন। শুক্রবার দুপুর ৪টা ১৫ মিনিটে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিস পৌঁছালে তার সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুজন নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

পোপ ফ্রান্সিস বলেন, মানবতার মহান দৃষ্টান্ত শেখ হাসিনা। পুরো বিশ্বের জন্য তিনি আজ অনুকরণীয় ব্যক্তিত্ব। পরে প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের হাতে একটি প্রতীকী নৌকা সুভ্যেনির হিসেবে তুলে দেন। তিন দিনের সফরে মিয়ানমার থেকে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস।