পোশাককর্মীকে তুলে নিয়ে গণধর্ষণ চট্টগ্রামে, আটক-৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/ধর্ষণ-rape-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামে এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
অভিযোগ পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।
তারা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মো. আলম (২৫) ও মেহেদী হাসান জনি (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণধর্ষণের শিকার ওই পোশাক কর্মী বৃহস্পতিবার রাতে তার পূর্ব পরিচিত সালাউদ্দিন আহম্মদ মুন্নাসহ বায়েজিদ শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের সামনে যান। এ সময় এলাকার বখাটে সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি এসে ওই পোশাককর্মীকে তুলে নিয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা সহকর্মী মুন্নাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর শেরশাহ কলোনির সরকারি কোয়ার্টারের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় দরজার বাইরে পাহারা দেয় ধর্ষকদের সহযোগী আলম।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ভিকটিমের কাছ থেকে অভিযোগ পেয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন