পো/ড়া শরীর নিয়ে বের হওয়া সেই মাহতাবের মৃ/ত্যু

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব ভূঁইয়া (১৪) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
মাহতাবের বাবা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, আমার ছেলে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে আমার এক মাত্র সন্তান ছিল। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়নে।
তিনি জানান, দগ্ধ শরীর নিয়ে মাহতাব যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছিল তখন বাবা হয়ে অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে শুধু ছেলের নিঃশ্বাস গোনার চেষ্টা করছিলাম। সেই নিঃশ্বাস অবশেষে থেমে গেল চিরতরে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউর ১১ নম্বর বেডে দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন