পৌর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি পৌরবাসী

পৌর মাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এবং পৌর এলাকার একমাত্র উন্মুক্ত চত্বর ও পৌরবাসীর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজনীয়তায় মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি পৌরবাসী।

মানববন্ধনে পৌর বাসীর পক্ষে বক্তব্য করেন বশির মৃধা, কামাল উদ্দিন, আব্দুল আল মামুল, রবিউল ইসলাম রবি, মোঃ ওমর ফারুক, মোঃ শাকিল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন।

বক্তারা বলেন, শিশুদের খেলাধুলা, এখানে বিভিন্ন ধরনের মেলা থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কর্মকান্ডের প্রাণকেন্দ্র ছিলো এই মাঠটি। জনগণের মত প্রকাশের দাবিদাওয়া উত্থানের বড় একটি পরিমণ্ডল এ মাঠকে কেন্দ্র করে হচ্ছে। তবে কেন হুট করে এটা সংকুচিত করার সিদ্ধান্ত গৃহীত হলো।

অপরিকল্পিতভাবে মাঠ দখল করে ফুলের বাগান ও দেওয়াল নির্মানের যে কার্যক্রম চলছে সেটি অবিলম্বে বন্ধ করে, মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানান পৌরবাসী।

মানববন্ধনে বক্তারা পৌরসভা থেকে ফরেস্ট কলোনী হয়ে বনরুপ সংযোগ সড়কটি সংস্কার করা, পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরায় স্থাপন করা, পৌর এলাকার অন্ধকার স্থানসমূহ কে আলোকিত করা, বেওয়ারিশ কুকুর অপসারণ, রাস্তাঘাটে গবাদি পশুর আবাদ বিচরণ বন্ধ করা, ওয়ান স্টপ সার্ভিস চালু করা সহ বিভিন্ন দাবীসমূহ তুলে ধরেন।