প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৫ ডিসেম্বর মদন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জড়িয়ে দ্যা মেইল বিডি অনলাইন পোর্টালে “মদনের ভারপ্রাপ্ত ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু– মিছিল, ঘটনার নৈপথ্যে?” শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয় তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

মদন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার মদনে যোগদানের পর হইতে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী কর্মকান্ডে ব্যাপক অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা, বীরমুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে পারষ্পরিক মতবিনিময়ের সময় অসদাচরন করায় এর প্রতিবাদে গত ২ ডিসেম্বর বিএনপিসহ সাধারণ জনতা ঝাড়ু– মিছিল করে ও স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

উক্ত ঘটনাকে আড়াল করতে একটি কু-চক্রী মহল পারিবারিক ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে এবং বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ভাবে উল্লেখিত মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করে।

আমরা নিম্ম স্বাক্ষরকারী উপজেলা বিএনপি সভাপতি- সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।