প্রকাশ্যে আসছে সানি লিওনের অজানা গল্প

একসময়ের পর্নতারকা সানি লিওন এখন বলিউডের জনপ্রিয় মুখ। পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে সামাজিক গড়নার ছবির জগতে নিজস্ব ভীত গড়ে তুলতে তাকে রীতিমতো কঠোর সাধনা করতে হয়েছে। তার জীবনের অনেক গল্পই এখনও মানুষের অজানা। এবার প্রকাশ্যে আসছে সানি লিওনের সে সব অজানা গল্প।

পর্নতারকা থেকে মূলধারার তারকা হওয়ার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে তার ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। তাছাড়া কেনই বা ক্যারিয়ার হিসেবে জীবনের শুরুতে পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন ভক্তদের কাছে এটি বড় আগ্রহের বিষয়। ভক্তদের কৌতুহল কমানোর উদ্দেশ্যে সানি লিওনের জীবনের নানা উথান-পতনের গল্প নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মিত হয়েছে।

শোনা যায়, ওয়েব সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। সম্প্রতি ওয়েব সিরিজটির একটি ট্রিজার মুক্তি পেয়েছে। নির্মাতাদের দাবি ভক্তরা সানি লিওনের জীবনের নানা অজানা ঘটনা এই ওয়েব সিরিজের মাধ্যমে জানতে পারবে। শিগগিরই প্রকাশ হবে এটি। এদিকে সম্প্রতি সানি নিজের জীবনকে খোলা বই বলে টুইট করেছে। কি আছে এই খোলা বইয়ে ? জানা যাবে ওয়েভ সিরিজটি দেখলেই।