প্রকাশ্যে ট্রাম্পকে মধ্যমা প্রদর্শন করে চাকরিচ্যুত হলেন সেই নারী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যমা দেখালেন এক নারী। মধ্যমা দেখানোর জেরে চাকরি খোয়াতে হলো সেই নারীকে।

আর সেই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি গল্ফ ক্লাব থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের গাড়ির একপাশ দিয়ে যাচ্ছিলেন জুলি ব্রিস্কম্যান নামে সেই নারী। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসন্দ করেন। তাই তার গাড়ি দেখতে পেয়ে, আচমকাই সেদিকে মধ্যমা প্রদর্শন শুরু করেন জুলি। তাঁর ওই কীর্তি দেখে, তা ক্যামেরাবন্দি করতে ভোলেননি হোয়াইট হাউজের এক ছবি শিকারি।

জুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্যে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে জুলির অফিস। অফিসে ডেকে পাঠানো হয় তাকে।

কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাক্ট ভঙ্গের কারণে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়। যদিও জুলি পাল্টা জানান, তিনি নিজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াননি। অন্য কেউ সেই ছবি ছড়িয়ে দিলে, তা সোশ্যাল ভাইরাল হয়ে যায়। তবে তাতেও শেষরক্ষা হয়নি।