প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলা, ভাইরাল ভিডিও দেখে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভাইরাল হওয়া ভিডিও দেখে অস্ত্রধারী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকালে ভিডিওটি ভাইরাল হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই যুবকের নাম আবু কালাম (৩৮)। তিনি ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকিরার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রোববার রাতেই আবু কালামকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম জানান, পিস্তলটি তার বোনের বাসায় আছে। তার পর তাকে নিয়ে তার বোনের বাসায় যাওয়া হয় এবং তার দেখানো স্থান থেকে একটি কালো রঙের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, প্রভাব বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে কিশোর গ্যাংলিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্টি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। ওই সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। তখন ফরহাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু কালাম ও তার লোকজনদের ধাওয়া করে। এ সময় আবু কালাম তার হাতব্যাগ থেকে একটি কালো রঙের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করে।

আর এ দৃশ্য ওই সামাজিক সংগঠনের অফিস থেকে লাগানো সিসি টিভিতে ধরা পড়ে। এর পর সেখান থেকেই ওই ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সৌজন্যে: যুগান্তর