প্রকাশ পেয়েছে সোনা মিয়ার গান “বন্ধু তিন দিন”

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘বন্ধু তিন দিন’ শিরোনামের নতুন গান। গানটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী সোনা মিয়া। গানটি লিখেছেন এম কামরুল চৌধুরী। সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজন করেছেন মোহাম্মদ সজীব খান।

মেইনস্ট্রিম টিম’র পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও শাকিলা পারভিন। গানটি প্রযোজনা করেছেন ইমদাদ খান। সম্প্রতি “সোনা মিয়া টিভি” নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় গানটি। গানের টিম জানান প্রকাশের পর থেকেই সাড়া পাচ্ছেন বেশ।

এই বিষয়ে সোনা মিয়া বলেন, নিজের সবটুকু দিয়ে কাজটা করেছি। ভিডিওটি অনেক সুন্দরকরে কোরিওগ্রাফি করেছেন রোহান ও বিল্লাল।আমাদের টিমের সবাই এটা নিয়ে আশাবাদী বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।