প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পঞ্চগড়ে নদী সংলাপ

‘চলো নদীর কথা শুনি’- এই শ্লোগানে প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পঞ্চগড় জেলায় নদী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার সময় জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও রিভারাইন পিপল এর পৃষ্ঠপোষকতায় প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় নদী সংলাপের আয়োজন করে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ উন্মুক্ত আলোচকের বক্তব্যে বলেন, নদী রক্ষায় প্রকৃতি-পরিবেশ প্রতিরক্ষায় আমাদের সংলাপ। নদী সুরক্ষা, দখলদার মুক্ত, পরিবেশ দূষণ রক্ষায় আমাদের সকলের দায়িত্ব।

পরিবেশ সংগঠন ‘বেলা’র প্রধান নির্বাহী ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী, বাপাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, করতোয়া নদী সুরক্ষা কমিটির আহবায়ক রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।