প্রতি কর্মদিবসে ‘ফিরবে’ ৩০০ থেকে ৫০০ রোহিঙ্গা
বাংলাদেশে আশ্রয় শিবিরে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে প্রতিদিন তিনশ থেকে পাঁচশ জনকে ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ।
দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রপের বৈঠকে মঙ্গলবার সকালে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তিটি চূড়ান্ত হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
এই চুক্তি অনুসারে প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে তা শেষ করা হবে।
বৈঠকে প্রতি সপ্তাহে ১৫ হাজার করে রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। আর মিয়ানমারের চাইছিল শনি ও রবিবার তাদের সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে সপ্তাহে ১৫০০ জনকে ফেরত নেওয়া। পরে দুটি পক্ষের মধ্যবর্তী একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক এবং পরে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারণে গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে এই গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের বৈঠকে এই চুক্তিটি চূড়ান্ত রূপ পায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব শহীদুল হক বাংলাদেশের এবং মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন