প্রথমবারের মতো ভোট দিচ্ছে নেপালের নাগরিকরা
গৃহযুদ্ধের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট দিচ্ছে নেপালের নাগরিকরা। ১৫ মিলিয়নের বেশি ভোটার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে পার্লামেন্টের দুইশ ৭৫ জন সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করবে।
কেন্দ্রীয় নেপালি কংগ্রেস পার্টি মাওবাদী সাবেক বিদ্রোহীদের নিয়ে জোট গঠন করেছে। আর তাদের বিরোধীদল হিসেবে লড়ছে সমাজতান্ত্রিক ইউএমএল পার্টি।
আগামী ৭ নভেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন