প্রথম দিনে ছাত্রদল থেকে নতুন মুখ যারা

কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন চিঠি ইস্যু শুরু করেছে বিএনপি। সোমবার বেলা সোয়া ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি হস্তান্তর করা হচ্ছে।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন চিঠি গ্রহণ করেন ভিপি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে তার জন্য আরেকটি মনোনয়ন চিঠি গ্রহণ করেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু। পরে তার জন্য ফেনী-১ আসনেও মনোনয়ন ইস্যু করা হয়।

প্রথম দিনে ছাত্রদলের একঝাঁক নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, সিরাজগঞ্জ-৫ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম মনোনয়ন পেয়েছেন।

ভোলা-৪ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন ছাত্রদলের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। যদিও এখানে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে সদ্য যোগ দেয়া আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি।

এ ছাড়া প্রথম দিনে বরিশাল-৪ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি রাজীব আহসান।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।