প্রথম নৌকায় উঠলেন যারা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন অাওয়ামী লীগ।
রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিঠি বিতরণ করেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থী বাছাইয়ে তেমন পরিবর্তন আসেনি। তবে এবার আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচনে লড়বেন বেশকিছু নতুন ও তরুণ।
নৌকার নতুন মাঝি হলেন যারা:
১. বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ এর নৌকার মাঝি হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এই আসনে ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন ওয়ার্কাস পার্টির শেখ হাফিজুর রহমান।
২. মাগুরা-১ আসনেও এবার পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। এ আসনে এ টি এম আব্দুল ওয়াহাবের পরিবর্তে দলটি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখরের ওপর আস্থা রেখেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
৩. টাঙ্গাইল-৩ আসনে সংসদ সদস্য আনামুল রানা খানের পরিবর্তে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তার বাবা আতাউর রহমান খানকে। আনামুল রহমান খান রানা বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
৪. চট্টবীর মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
৫. একাদশ নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বড় চমক দিয়েছে ঢাকা-১৩ আসনে। আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রী নেতা জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে এই আসনে উত্তর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাদেক খানকে বেছে নিয়েছেন শেখ হাসিনা।
৬. শরীয়তপুর-১ আসনেও এসেছে নৌকার নতুন মুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের পরিবর্তে ইকবাল হোসেন অপুকে মনোনীত করা হয়েছে।
৭. শাহীন আক্তার চৌধুরী কক্সবাজার-৪ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন। তিনি বহুল আলোচিত বদির স্ত্রী।
৮. কিশোরগঞ্জ-২ আসনে লেগেছে পরিবর্তনের হাওয়া। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করবেন বাংলাদেশের পুলিশের সাবেক ডিজি নূর মোহাম্মদ।
৯. ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩)
১০. ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫)
১১. অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮)
১২. মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫)
১৩. শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)
১৪. ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১) ও
১৫. এ কে এম এনামুল হক শামীম ( শরীয়তপুর-২)
১৬. নতুন মুখে মনোনয়ন পাওয়া আরও অনেকে রয়েছেন। এর মধ্যে সিইসির ভাগ্নে শাহজাদা সাজু (পটুয়াখালী-৩) মনোনয়ন পেয়েছেন, এই আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তাকেও দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
১৭. ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), মজহারুল হক
১৮. প্রধান (পঞ্চগড়-১), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১)
১৯. ড. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩)
২০. আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫)
২১. শেখ জুয়েল (খুলনা-২)
২২. মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২)
২৩. খন্দকার শামসুল হক (পটুয়াখালী-২)
২৪. তানভীর হাসান চৌধুরী ছোটন (টাঙ্গাইল-২)
২৫. সালমান এফ রহমান (ঢাকা-১)
২৬. নেছার উদ্দিন (মৌলভীবাজার-৩)
২৭. সাবেক সচিব মঞ্জুরুল ইসলাম (ফরিদপুর-১),
২৮. ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমদের স্ত্রী সেলিমা আহমদ (কুমিল্লা-২)
এসব আসনগুলোতে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, (মহাজোটের অংশীদার জাতীয় পার্টির) জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা, এ টি এম আব্দুল ওয়াহাব, মো. আব্দুল মালেক, জাসদ নেতা নাজমুল হক প্রধান, আবুল কালাম, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, আ. মজিদ মন্ডল, মুহাম্মদ মিজানুর রহমান, মনিরুল ইসলাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, খন্দকার আসাদুজ্জামান, জাতীয় পার্টির এমপি সালমা ইসলাম, সৈয়দা সায়রা মহসীন, মো. আব্দুর রহমান এবং জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ আমির হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন