প্রথম পিরিয়ড উদযাপনে পার্টি!

মানুষ সাধারণত বিয়ে কিংবা জন্মদিনে পার্টি দেয়। কিন্তু পিরিয়ড উদযাপনে পার্টির কথা মনে হয় এর আগে শোনা যায়নি। তাও আবার আবার কার্ড ছাপিয়ে মহা ধুমধাম করে! আর এই ব্যতিক্রমী কাজটি করলেন ব্রিটিশ মায়েরা।

সন্তানের প্রথম দিকের পিরিয়ডের দিনগুলোয় আনন্দে রাখতে এবং অকারণ দুশ্চিন্তা কাটাতে তাদের বন্ধু ও আত্মীয়দের ডেকে পার্টির আয়োজন করছেন ওই মায়েরা।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ব্রিটেনে মায়েরা তাদের সন্তানের প্রথম পিরিয়ডের দিনগুলো কেক কেটে হই-হুল্লোড় করে উদযাপন করছেন।

এদিকে জরায়ুর আকারে কেকের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের বেকারিগুলো। রঙিন কাগজ, বেলুনসহ হুল্লোড় চলছে দিনভর। এছাড়া পার্টিতে পিরিয়ড নিয়ে আলোচনা করতে কখনো কখনো হাজির থাকছেন নিমন্ত্রিত কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞও। তাদের কাছে নিজেদের সমস্যা, অসুবিধা খুলে বলছেন অতিথিরাও।

মূলত প্রথম পিরিয়ড শুরুর দিনটি উদযাপন করতেই এই পার্টি শুরু হয়েছিল। অবশ্য ইদানীং প্রতি মাসেই পিরিয়ড শুরুর দিনটিকে একটু অন্যরকম করে তুলতেও এমন পার্টির আয়োজন করছেন ব্রিটিশরা।