প্রথম স্যানিটারি ন্যাপকিন তৈরি হয়েছিল পুরুষদের জন্য!
স্যানিটারি ন্যাপকিন বললেই প্রথমেই মনে হয় নারী, ঋতুস্রাব, এই শব্দগুলিই৷ কিন্তু জানেন কি, এর সঙ্গে জড়িত পুরুষেরাও৷ বলা ভালো, পুরুষদের জন্যই প্রথমে তৈরি করা হয় এই স্যানিটারি ন্যাপকিন৷
স্যানিটারি ন্যাপকিনের ইতিহাস জানতে গেলে একটু পৌঁছে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে৷ যুদ্ধে লড়ে যাচ্ছে ফ্রান্স৷ কিন্তু একের পর এক সেনা আহত৷ তাদের দুর্বল শরীরে রক্তস্রাবের মাত্রা এতোটাই বেশি যে তা চিন্তায় ফেলে দেয় অন্যান্যদেরও৷
ঠিক সে সময়েই বেন ফ্রাঙ্কলিন এমন এক ন্যাপকিন তৈরি করেন, যা একবার ব্যবহার করে ফেলে দেওয়া যেতে পারে৷ অত্যন্ত সহজলভ্য এবং সস্তা এই ন্যাপকিন গুলি যাতে সেনাদের কাজ লাগতে পারে তেমনভাবেই তৈরি করা হয়েছিল৷
এই ন্যাপকিনগুলির রক্তশোষণের মাত্রা এমনই ছিল যাতে সেনাদের উপকার হয়৷ ফ্রাঙ্কলিনের এই সৃষ্টি সাড়া ফেলে দেয়৷ ধীরে ধীরে নার্সরাও এর উপকারিতা বুঝতে পেরে ঋতুস্বাবের সময় এগুলির ব্যবহার শুরু করে৷ এর আগে ঋতুস্রাবের সময় এই ন্যাপকিন ব্যবহার করে ফেলে দেওয়ার রীতি খুব একটা শোনা যায়নি৷ সেসময় বেশি ব্যবহৃত হত কাপড়ের টুকরো৷
ধীরে ধীরে এর জনপ্রিয়তা দেখে ব্যবসায়ীরা বিষয়টিকে লুফে নেয়৷ শুরু হয় ন্যাপকিনে তুলোর ব্যবহার৷ আর এই স্যানিটারি ন্যাপকিন বিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে আজ বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছে৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন