প্রধানমন্ত্রীকে অবমাননা করায় নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে কুটুক্তি করার প্রতিবাদে নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে যুব মহিলালীগ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নাটোর জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা মহিলা যুবলীগের নেতা-কর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, যুব মহিলালীগের সভাপতি আঞ্জুমান আরা পপি, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেফালী বিজলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে তার বিচারের দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন