প্রধানমন্ত্রীকে ওয়াশিংটন ডিসিতে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG-20230416-WA0025-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে আসছেন। আগামী ১ মে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সফরের আগে ২৫ এপ্রিল মঙ্গলবার জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রে আসবেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এক বিবৃতিতে বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের আমন্ত্রণে এ সফর বাড়তি মাত্রা যোগ করেছে। তাই আমরা যারা মনেপ্রাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করছি তাদের সবার নৈতিক দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর এ সফরকে অর্থবহ ও সর্বক্ষেত্রে দৃশ্যমান ভূমিকার বহিঃপ্রকাশ ঘটানো।
এ কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে দেশের জনগণ খুশি হবেন এবং আগামী নির্বাচনে জননেত্রীর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আপনাদের সবার নিকট আমাদের আকুল আবেদন যার যার অবস্থান থেকে এপ্রিল ২৮ থেকে মে ৩ পর্যন্ত জননেত্রীর পাশে ভ্যানগার্ড হিসাবেই থাকবেন। সর্বাত্মক আবেদন রাখছি, প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বিরোধীরা যাতে অংশগ্রহণ করতে না পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের স্লোগান হোক- শেখ হাসিনার সরকার আজীবন দরকার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন